ডেঙ্গুতে তিন সপ্তাহে ৪২ জনের প্রাণহানি

Spread the love

ডেঙ্গু আক্রান্ত হয়ে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের তিন সপ্তাহে মশাবাহিত এ রোগে ৪২ জনের প্রাণহানি ঘটল।

এ সময়ে রোগী শনাক্ত ১০ হাজার ছাড়িয়েছে। গত এক দিনে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৮৪৩ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৮৪৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫০১, চট্টগ্রামের ১৯৩, রাজশাহীতে ২১, খুলনার ৪৮, বরিশালের ৭১ ও ময়মনসিংহের ৯ জন। গতকাল মারা যাওয়া ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২ জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি মাসের ২১ দিনে সারাদেশে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ১০ হাজার ২৬৭ জন। আর চলতি বছর মোট রোগী শনাক্ত হয়েছেন ২৩ হাজার ১০৮ জন।

Source:Samakal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *