বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য।
যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব শুক্রবার (৯ আগস্ট) এক বিবৃতিতে বলেন, ‘প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নিয়োগকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য। বাংলাদেশের জনগণের স্বার্থে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যুক্তরাজ্যের সমর্থন রয়েছে। আমরা আরও সহিংসতা এবং প্রাণহানি রোধে সকল পক্ষকে আহ্বান জানাই।’
এতে আরো বলা হয়, ‘গণতান্ত্রিক ভবিষ্যতের লক্ষ্যে একটি জবাবদিহিতামূলক ও শান্তিপূর্ণ পথ বাংলাদেশের জনগণের প্রাপ্য।’
অন্তর্বর্তীকালীন সরকার ও দেশের জনগণকে সহায়তায় প্রস্তুত জাতিসঙ্ঘ
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশের জনগণকে প্রয়োজনীয় সহায়তা দিতে জাতিসঙ্ঘ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির উপ-মুখপাত্র ফারহান হক।
বৃহস্পতিবার (৮ আগস্ট) নিউ ইয়র্কে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
ফারহান হক বলেন, ‘নতুন সরকারের কাছ থেকে কী ধরনের আনুষ্ঠানিক অনুরোধ আসে তা দেখা হবে।’
বাংলাদেশ সরকার ও জনগণ যেভাবে প্রয়োজন মনে করবে, আমরা অবশ্যই সেভাবে তাদের পাশে দাঁড়াতে প্রস্তুত রয়েছি।’
তিনি বলেন, বাংলাদেশে জাতিসঙ্ঘ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বৃহস্পতিবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে তিনি দেশের শান্তিপূর্ণ পরিবর্তনের প্রক্রিয়াটি সক্রিয় রয়েছেন।
এক প্রশ্নের জবাবে উপ-মুখপাত্র বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশে যে সহিংসতা চলছে তা বন্ধ করতে চান তারা।
‘আমরা এটা পরিষ্কার করে বলেছি, যেকোনো জাতিগত আক্রমণ বা সহিংসতায় উসকানির বিরুদ্ধে আমাদের অবস্থান।’
সূত্র : ভিওএ ও ইউএনবি