ইহুদিদের ষড়যন্ত্র ভণ্ডুল : প্রাইমারিতে জিতলেন ইলহান

Spread the love

ইহুদিদের সব ধরনের ষড়যন্ত্র ভণ্ডুল করে দিয়ে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনে জয় লাভ করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য ইলহান ওমর।

ইসরাইলের কট্টর সমালোচক এবং প্রতিনিধি পরিষদের প্রগতিশীল সদস্যদের জোট স্কোয়াড-এর সদস্য ইলহান মিনিয়াপলিস-এলাকার পঞ্চম জেলা আসনে তার প্রতিদ্বন্দ্বী ডন স্যামুয়েলসকে হারিয়েছেন। ডন স্যামুয়েলস মিনিয়াপলিস সিটি কাউন্সিলের সাবেক সদস্য।

মিনেসোটা সেক্রেটারি অব স্টেটের তথ্য অনুযায়ী, ২১৭টি কেন্দ্রের মধ্যে ২১৬টি কেন্দ্রের ভোটের ফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে ৫৬ দশমিক ২ শতাংশে এগিয়ে আছেন ইলহান ওমর। অন্যদিকে স্যামুয়েলস পেয়েছে ৪২ দশমিক ৯ শতাংশ।

৪১ বছর বয়সী ইলহান ওমর মিনিয়াপলিস-এলাকার পঞ্চম জেলা আসনে তার প্রতিদ্বন্দ্বী ডন স্যামুয়েলসকে হারিয়েছেন। ডন স্যামুয়েলস মিনিয়াপলিস সিটি কাউন্সিলের সাবেক সদস্য।

মঙ্গলবার (১৩ আগস্ট) প্রাইমারি নির্বাচনে জয়ের পর মিনিয়াপোলিসে সমর্থকদের সাথে আলাপ করেন ইলহান ওমর। সেখানে তার কথাবার্তা আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারের সাথে অনেকটা সামাঞ্জাস্যপূর্ণ।

ইলহান ওমর বলেন, আমরা আনন্দের রাজনীতি করি। কারণ, আমরা জানি প্রতিবেশীর জন্য লড়াই করা আনন্দের। আবাসনের মতো মানবাধিকার নিশ্চিত করা আনন্দদায়ক। স্বাস্থ্যসেবা যেন মানবাধিকার হয়, সে জন্য লড়াই করা আনন্দদায়ক। আমরা জানি একটি শান্তিপূর্ণ ও ন্যায়সঙ্গত বিশ্বে বাস করতে চাওয়া আনন্দদায়ক।

সূত্র : আল জাজিরা ও টাইমস অফ ইসরাইল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *