শেখ হাসিনা পুনর্বাসনের চেষ্টা এবং ছাত্র-জনতার বিপ্লবকে নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে এমন শঙ্কায় আগামী ১৫ আগস্ট রাজপথে থাকার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) করা বিক্ষোভ কর্মসূচি থেকে শিক্ষার্থীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে।
একইসাথে বক্তব্য দেয়ার ক্ষেত্রে উপদেষ্টাদের সচেতন হওয়ার সতর্কতা দিয়েছেন সমন্বয়করা।
সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ উপদেষ্টাদের বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘উপদেষ্টাকে খুনিদের পুনর্বাসনের বক্তব্য দিতে দেখেছি। আপনাদের মনে করিয়ে দিতে চাই, ছাত্র-জনতার অভ্যুত্থানে আপনারা উপদেষ্টা হয়েছেন। সুতরাং যখন কোনো বক্তব্য দেবেন আপনার সামনে যেন ৫ আগস্টের গণভবনের চিত্র মাথায় থাকে, পার্লামেন্টের চিত্র মাথায় থাকে।’
তিনি বলেন, ‘যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, যারা খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায়, আমরা ছাত্র-জনতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি একইভাবে গদি থেকে নামাতে দ্বিধা করব না।’
Source: Naya Digonto online