বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি

Spread the love

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজ্জ। একইসাথে নতুন এ সরকারের সব উপদেষ্টাকেও অভিনন্দন জানান তিনি।

রোববার (১১ আগস্ট) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ শেয়ার করা একটি পোস্টে দেশটির রাষ্ট্রপতি ড. মুইজ্জ জোর দিয়ে বলেছেন, মালদ্বীপ-বাংলাদেশ দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু এবং অংশীদার হিসেবে মালদ্বীপ তার নেতৃত্বে বাংলাদেশের জনগণের জন্য ঐক্য, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে।

 

 

স্থানীয় গণমাধ্যমে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে গত সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। পদত্যাগের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়।

৮৪ বছর বয়সী ড. মোহাম্মদ ইউনূস একজন নোবেল নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সারা বিশ্বের সামাজিক ব্যবসার প্রবক্তা। যিনি দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশের লাখ লাখ মানুষকে দারিদ্র্য মুক্ত করার লক্ষ্যে ক্ষুদ্রঋণ অগ্রগামী ছিলেন।পুনরায় কৃতিত্বের সাথে জাতিকে নেতৃত্ব দেয়ার জন্য ছাত্রদের আহ্বানের পর অন্তর্বর্তীকালীন সরকারের দ্বায়িত্ব গ্রহণ করেন।

উল্লেখ্য, মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় ২২ সেপ্টেম্বর ১৯৭৮ সালে।

Source: Daily Nayadiganto

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *